কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রজনতার ঐক্যবদ্ধ ত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে সহিংসতা বিরোধী সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরের পর দেশে যে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতারা।
বুধবার বিকেল ৪ টার দিকে দীর্ঘ প্রায় ১৬ বছর পর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ আওয়ামী স্বৈরশাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা ছাত্র-জনতাসহ দেশবাসীর জন্য এক বিশাল বিজয়। এই বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের। এই বিজয় ধরে রেখে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সুযোগে দলের মধ্যে অনুপ্রবেশকারী দুর্বৃত্তরা লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে এই বিজয়কে ধুলিসাৎ করতে চাই। দলের কেউ এমন ঘৃণিত কাজে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে বহিস্কারের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকলের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।