সাতক্ষীরা সংবাদদাতা
সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি এবং হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা বিশ্বজিত সাধু, জুয়েলার্স সমিতির নেতা নিত্যানন্দ আমিন, সাংবাদিক রঘুনাথ খা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে যখনই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় তখনই সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন করা হয়। কথায় কথায় ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। নতুন সরকার শপথ নেয়ার সময় গীতাপাঠ করা হয়নি উল্লেখ করে তারা বলেন, এটি অসাম্প্রদায়িক চেতনাকে বিঘ্নিত করেছে। অবিলম্বে দেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে না হলে কর্মসূচি চলতে থাকবে বলে হুশিয়ারি দেন।