বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীনের নেতৃত্বে শহরের বড়বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিংয়ে যান শিক্ষার্থীরা। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
এ সময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এ সময় যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।
বাজারে আসা ক্রেতা সিরাজুল ইসলাম জানান, নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের তৎপরতায় মূল্য বাড়েনি, বরং বাজারে স্বস্তি ফিরেছে। শিক্ষার্থীরা যদি ঘন ঘন বাজার মনিটরিং করে পণ্যের দাম আরও কমে আসবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, শহরের বড়বাজারে তদারকি করতে এসেছিলাম। দোকানে মূল্যতালিকা টাঙানোর অনুরোধ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীন বলেন, বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা দেব।