বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানা উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৮ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ একাধিক উদ্যোগ নিয়েছে এবং এই সব উদ্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বেকারত্ব দুরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে।
অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা। আরোও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল আহাদ প্রমুখ।
শিরোনাম:
- `ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান’
- শার্শা উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
- ডুমুরিয়ায় নদীর জোয়ারের পানি গ্রামের রাস্তা ও ঘর বাড়িতে
- ছোট ভাইয়ের ধারালো অস্ত্রে প্রাণ গেল ভাইয়ের
- নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শরিফুলের পরিবারে হতাশা
- যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
- যশোরে সাংস্কৃতিকেন্দ্রের ঈদ পুণর্মিলনী
- ইউনূস-মোদীর প্রথম বৈঠক