বাংলার ভোর প্রতিবেদক
ইঞ্জিনচালিত ভ্যান হারিয়ে দিশেহারা হওয়া শিশু রিজাউল ইসলামের মুখে হাসি ফুটেছে। নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত রিজাউলের পরিবার। গত ১৮ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া বাজার মোড় থেকে দুর্বৃত্তরা রিজাউলে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেয়। ঘটনাটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। দুর্বৃত্তদের শাস্তি ও ভ্যান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে অনেকেই মন্তব্য করেন সোস্যাল মিডিয়ায়। পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই রিজাউলের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান।
শনিবার বিকেলে ঝিকরগাছার বাঁকড়া বাজারে রিজাউলের পরিবারের হাতে নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি রিজাউলের লেখাপড়ার সকল খরচ বহনের আশ্বাস দেন তিনি।
রিজাউলের পরিবারের কাছে ভ্যান হস্তান্তরের সময় মিজানুর রহমান খান বলেন, কয়েকদিন আগে স্থানীয় পত্রিকায় ও অনলাইনে রিজাউলের ভ্যান ছিনতাইয়ের সংবাদ প্রকাশিত হয়। ছেলেটি পরিবারের ভরণ পোষণের জন্য লেখাপড়া না করে ভ্যান চালিয়ে সংসার চালায়। দুর্বৃত্তরা সেই ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে।
মানবিক দৃষ্টিতে আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, রিজাউল লেখাপড়া করতে চাইলে জেলা বিএনপির পক্ষ থেকে তার পড়াশুনাসহ পরিবারের সকল খরচ বহন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, ৯নং হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী সরদার, সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান, সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তমেজ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামছের আলী, ১১নং বাঁকডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জামির হোসেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান, সোহেল ইসলাম প্রমুখ।