বাংলার ভোর প্রতিবেদক
মুক্তিযুদ্ধের স্মৃতি যেমন আমরা ভুলে যাইনি, ঠিক তেমনি ২০২৪ সালের স্মৃতি ভুলে গেলে হবে না। আমাদের মনে রাখতে হবে চব্বিশের আল বদর, আল শামস্ কারা। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। শনিবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) শাখা ছাত্রদল আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, ব্যবস্থপনা বিভাগের সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক একরামুল হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক হাসান ইমাম।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশকে মেধাশূন্য করার জন্য সাংবাদিক, শিক্ষক, লেখক ও আইনজীবীদের হত্যা করে দেশটাকে অন্ধকারের দিকে ধাপিত করার চেষ্টা করা হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা শক্তিশালি জাতি গঠন করা খুবই জরুরি। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার, সদস্য শামিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কামরুল ইসলাম।