কোটচাঁদপুর সংবাদদাতা
খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় চোরেদের হাতে বেধড়ক মারপিটের শিকার ভুক্তভোগী গাছের মালিক রাসেল খোন্দকার (৩২)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে।
ভুক্তভোগী রাসেল খোন্দকার বলেন, উপজেলার সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে আমার খেজুর বাগান থেকে নিয়মিত রস চুরি হওয়ায় রোববার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাওয়ার সময় তাদের গতিরোধ করলে তারা আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে রস নিয়ে চলে যায়।
পরে রোববার দুপুরে আমি ইজিবাইক নিয়ে সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে, চোরেরা আমার গতিরোধ করে বেধড়ক মারপিট করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা চলে যায়। ওই সময় আতিক নামের একজননকে আমি চিনতে পারি। তিনি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আজিজুল হক খোন্দকারের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, আহত ব্যক্তিকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক আশিষ বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা থানায় আসছিলেন। তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ হয়নি।
শিরোনাম:
- অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : সিনিয়র সচিব নাসিমুল গনি
- রাজপথে নামাতে বাধ্য করবেন না : আখতার হোসেন
- ভারত ও লন্ডনে বসে আ. লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে