বাংলার ভোর প্রতিবেদক
নারী ও শিশু নির্যাতন বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাহদাদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক এবং সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চললেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মাগুরার শিশু আছিয়া ধর্ষণের বিচারসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে পুলিশি দমন-পীড়নের মাধ্যমে বামপন্থী আন্দোলন দমন করতে চায়। সম্প্রতি বাম ছাত্রদের মিছিল থেকে পুলিশকে চিমটি কাটা নিয়ে মামলা হলেও, অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শত শত পুলিশ পুড়িয়ে মারার এবং অস্ত্র লুটের ঘটনার বিচার হয়নি। এটি প্রশাসনের দ্বৈত নীতি প্রকাশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকারি অনুদানে তৈরি হওয়া দলকে জনগণের দল বলা যায় না। বসুন্ধরা গ্রুপ কেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপিকে ১৫শ কোটি টাকা অনুদান দিলো। এটা জাতির কাছে পরিষ্কার হওয়া উচিত।
বাম জোটের নেতারা প্রশ্ন তোলেন, গত ৭ মাসে অন্তর্বর্তীকালীন সরকার কী সফলতা দেখাতে পেরেছে? তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।#