বাংলার ভোর প্রতিবেদক
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এনটিভি দেশের স্বার্থে কথা বলে, সে পথ ধরেই এগিয়ে যাচ্ছে চ্যানেলটি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ যাত্রায় এনটিভি বরাবরের মতো পাশে থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সে তার মতো করে মাথা উঁচু করে দাঁড়াবে। যদি কেউ বাংলাদেশকে দাবিয়ে রাখার চেষ্টা করে বারবার জুলাই অভ্যুত্থান ফিরে আসবে। যতদিন বাংলাদেশ সঠিক জায়গায় না আসবে, ততদিন জুলাই আন্দোলন আমরা জিইয়ে রাখতে চাই।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির যশোর প্রতিনিধি সাইফুল ইসলাম সজল। আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর গোলাম রসুল, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।
উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ।