বাংলার ভোর প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে বেজপাড়া পূজার মাঠ মন্দিরে এই অনুষ্ঠান করা হয়। যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রবিন কুমার পাল এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকারসহ কমিটির সকল সদস্য শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক বিপ্লব কুমার সাহা।
এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, সিআইপি শ্যামল কুমার দাস, দুলার সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য। পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার।
নবগঠিত কমিটির পৌরহিত্য করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা শাখার সভাপতি রবিন কুমার পাল।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় জোয়ার্দার এবং সাংগঠনিক সম্পাদক বাবলু দাস। নবগঠিত এই কমিটি যশোর সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।