বাংলার ভোর প্রতিবেদক
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে যশোর শহরের বকচরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বিগ্রহের মন্দিরে গীতা পাঠ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শ্রী অমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, অধ্যাপক অলোক বসু, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত দেবনাথ, বিপুল আচার্য্য, অসীম কুমার আইচ প্রমুখ ।
প্রতিযোগিতায় চারটি বিভাগে ৬০ জন গীতা পাঠে, ৩৯জন চিত্রাঙ্কনে এবং ১৯ জন বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের মধ্যে প্রথম আমরা আমাদের জেলায় এমন প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি। এই আয়োজনে আমরা আনন্দিত। আগামী দিনেও এই ধারা অব্যহত রাখার চেষ্টা করা হবে।