বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার সকালে অভিযানে তাদেরকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের ইসরাফিল হোসেন (৩০), বুইকারা গ্রামের মুজিবর রহমান হাওলাদার (৬২), রাজঘাট এলাকার হাসান শেখ (২৬)।
জানা যায়, তিন মাস আগে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের কাছে মোবাইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন চরমপন্থী সংগঠনের নেতা সজল আহম্মেদ। তবে চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলকে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে এ বোমা হামলার দায়িত্ব দেয় সজল আহম্মেদ। হামলার জন্য বোমা তৈরি ও নিক্ষেপের দায়িত্ব দেওয়া হয় বুইকারা গ্রামের ভ্যানচালক মুজিবর চোরাকে। এসময় তাকে বোমা বানানোর সরঞ্জাম কিনতে ১৫০০ টাকা সরবরাহ করা হয়। চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল দুটি মোটরসাইকেলযোগে এ বোমা হামলার ঘটনা ঘটায়।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, মাত্র পাঁচ ঘন্টার অভিযানে পৃথক জায়গা বোমা হামলায় সরসরি জড়িত আসামিদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি জব্দ করা হয়েছে। অপরটি উদ্ধারে অভিযান চলছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।