বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদেরের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সদর উপজেলা যুব বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় রূপদিয়া ধানহাটায় এই জনসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুল রহমান মনিরের সভাপতিত্বে এবং আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে যেতে হবে। আগামী ফেব্রুয়ারির আগেই গণভোট নিয়ে বিরোধিতা দুঃখজনক। তিনি নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানান এবং দেশকে অস্ত্র মুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত একটি দল। তিনি আগামী নির্বাচনে যশোর-৩ আসনে আব্দুল কাদেরের পক্ষে দাঁড়িপালা মার্কায় ভোট চান। অধ্যাপক গোলাম রসুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন তারাই শেষ হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক খান, সদর থানা আমীর অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি ফেরদৌস হাসান জাকির, নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশরাফুল আলম ও সেক্রেটারি মহাসিন আলী, কচুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান ও সেক্রেটারি সিরাজুল ইসলাম।
এছাড়াও নরেন্দ্রপুর যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি হাফেজ হাবিবুল্লাহ বিলালী, কচুয়া যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ খান ও সেক্রেটারি আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। জনসভা শেষে রূপদিয়া বাজারে জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মিছিল বের করা হয়।

