বাংলার ভোর প্রতিবেদক
মাঘের শুরু থেকেই শীতের তীব্রতা কিছুটা কমেছে। ভোর থেকেই আকাশে ঝলমলে রোদ। এমন আবহে যশোরে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। সোমবার সকালে শহরের টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের পরে টাউন হল ময়দান থেকে দৌঁড় শুরু হয়। এরপর দড়াটানা, গাড়িখানা, আরএন রোড হয়ে মণিহার স্ট্যান্ড হয়ে মুড়লি যেয়ে শেষ হয়।
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ম্যারাথনে শিক্ষার্থী, সামাজিক, চিকিৎসক, রাজনীতিকসহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। সুস্থ তরুণ-যুব সমাজ গড়তে এ ধরণের ব্যতিক্রম আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে ম্যারাথনে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন আমাদের শিক্ষার্থী তরুণ প্রবীণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। বিশেষ করে বিশেষ মানুষদের স্মরণ করি তাদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা খুঁজতে। যাতে নিজেদেরকে তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক বলেন, বিগত স্বৈরাশাসকের আমলে সমাজ ব্যবস্থা ছিলো মাদক ও সন্ত্রাসের আঁখড়া। আমরা চাই একটি সুস্থ সমাজ সামাজিক ব্যবস্থা ফিরিয়ে আনতে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা যুবসমাজের উত্তম পন্থা। আমরা রাজনীতিকে একটা ভিন্ন রূপ দিতে চাই। সেই রূপের অংশ হিসাবে জিয়াউর রহমানের জন্মদিনে মিনি ম্যারাথনের আয়োজন।
যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন বলেন, ‘খুব ভোরে নিয়মিত ওঠা হয় না। আজ (সোমবার) ম্যারাথনে অংশ নেয়ার জন্য উঠি। ম্যারাথনে অংশ নিতে পেরে ভালো লাগছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

