চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কের উপরে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি ইজিবাইক থামিয়ে চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগে করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক কাজল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।
ভুক্তভোগী ইজিবাইক চালক কাজল হোসেন বলেন, ‘রোববার রাত ১০টার দিকে আমার বোনের সিজার করার জন্য তাকে নিয়ে জীবননগরে একটি ক্লিনিকে যাই। সিজার শেষে আমিসহ দুই-তিনজন বাড়ি ফিরছিলাম। পথের মধ্যে মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা মাঠ নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর কলাগাছ পড়ে থাকতে দেখতে পাই। এসময় গাড়ি থামালে সড়কের পাশ থেকে মুখোশধারী ৭-৮ জন লোক দেশীয় অস্ত্র হাতে আমাদের গাড়ি থেকে নামিয়ে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে গাছের সাথে হাত-পা বেধে রাখে।’
তিনি আরও জানান, ‘তারা দেশীয় অস্ত্র বড় দা আমাদের গলায় ধরে আমার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, আমার চাচির স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা আমার ইজিবাইকটিও নিয়ে যায়।’
পুরন্দরপুর গ্রামের অপর ইজিবাইক চালক লিটন জানান, ‘একই জায়গা থেকে এর আগেও চারটি ইজিবাইক-আলমসাধু ছিনতাই হয়েছে। এখন সন্ধ্যা নামলেই এ সড়ক দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়।’
এ বিষয়ে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা