ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করার জন্য শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারকে নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার রোববার বিকেলে মামলা করেছেন। ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমান ২টি পৃথক আদেশ প্রদান করেন।
প্রথম আদেশে শৈলকুপার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে হাটবারের দিনে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায় মর্মে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাইয়ের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরবর্তী আদেশে একই উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এর অনুসারীরা মোটরসাইকেলযোগে মিছিল ও সমাবেশ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে হুমকি প্রদান ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ ও ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শিরোনাম:
- হৃদয়ছোঁয়া ভালবাসায় যশোরে ৫ রত্নগর্ভাকে সম্মাননা
- যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
- যশোরে জামায়াত ইসলামীর আনন্দ মিছিল ও সমাবেশ
- শব্দ থিয়েটারের নাটক ‘এ গ্রেট স্মাগলার’র মহরত অনুষ্ঠিত
- শার্শায় সিমেন্ট বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা : আহত ২
- যশোরে নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- আ’লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে জামায়াতের সমাবেশ ও আনন্দ মিছিল
- বাজার দখলকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা : আটক ৬