অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাসুদ আহমেদ, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু প্রমুখ। এছাড়া অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে গোপালগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদ ও সিরাজগঞ্জ জেলা দল, শেখ কামাল স্মৃতি সংসদ (খুলনা), খুলনা বিকেএসপি, যশোর শামসুল হুদা একাডেমি ও স্বাগতিক নওয়াপাড়া ফুটবল একাদশসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচের শুরুতেই নওয়াপাড়া ফুটবল একাদশ সিরাজগঞ্জ ফুটবল একাদশকে গোল দিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। শেষ পযর্ন্ত নওয়াপাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে সিরাজগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস সব ম্যাচ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী