বাংলার ভোর প্রতিবেদক
জেমকন গ্রুপের যশোরের ম্যানেজার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধুর বাবা আলহাজ্ আবুল হোসেন মৃত্যুবরণ করেছেন। (ইন্না…রজিউন)। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলার চাঁনদা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে আবু মুসা মধু জানান, তার বাবা বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার সময় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আসর বাদ চাঁনদা আমেনা কওমি হাফেজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আবু মুসা মধুর বাবার মৃত্যুতে জেমকন গ্রুপের চেয়ারম্যান ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শোক জানিয়েছেন। এক বৃবিতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি বেদনা সমবেদনা জানান।
একই সাথে শোক জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির। জেমকন গ্রুপ যশোর কাজীপাড়াস্থ কাজী সাহেদ সেন্টারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।