বাংলার খেলা ডেস্ক
যশোরে সোমবার শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন ম্যাচে সিয়ামের ডাবল সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এণ্ড কলেজ। টুর্নামেন্টর প্রথম খেলায় ছিলো রেকর্ডের ছড়াছড়ি।
কোন প্রতিরোধই গড়তে পারেনি প্রতিপক্ষ বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট নিউটাউন শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা। তারা হারের স্বাদ পেয়েছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে। এই হারের বড় কারিগর ছিলেন জয়ী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী ব্যাটসম্যান কাবিদ আল সিয়াম। তিনি একাই করেছেন ২১৫ রান। এ ম্যাচে সকালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা ছিল বড় ভুল নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের। সেটা তারা টের পায় শিক্ষা বোর্ড স্কুলের খেলোয়াড়রা ব্যাটিংয়ে নামার পর। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ম্যাচটি ৪৫ মিনিট বিলম্বে শুরু হয়।
উভয় দলের জন্য ওভার নির্ধারণ করা হয় ৪৬। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯০ রান করে শিক্ষা বোর্ড স্কুল। জবাবে ২২ ওভার ৫ বলে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের দলগত ইনিংস। এতে শিক্ষা বোর্ড স্কুল জয় পায় ৩১৮ রানে। এ ম্যাচের উল্লেখযোগ্য দিক হলো, শিক্ষা বোর্ড স্কুলের উদ্বোধনী ব্যাটার কাবিদ আল সিয়াম করেছেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত এ ব্যাটার ১২৩ বলে ২৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কায় করেছেন ২১৫ রান। যশোরের ক্রিকেট ইতিহাসে এটিই প্রথম দ্বিশতক। এছাড়া আরও একটি রেকর্ড হয়েছে এ ম্যাচে।
তা হলো নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের প্রত্যেক বোলারই বেধড়ক মার খেয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের কাছে। তবে ১০ ওভার বল করে ১০২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ইব্রাহিম আজম তুষান। জেলার ক্রিকেট ইতিহাসে এর আগে এত রান খরচ করেননি কোন বোলারই। যশোর শিক্ষা বোর্ড স্কুলের ব্যাটিং ইনিংসে আসাদুল্লাহ হিল গালিব ৩৫, কাবিদ আল সিয়াম ১২৩ বলে ২৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কায় ২১৫, আশফাকুজ্জামান জিম ৬৪, তানভীর তাসিন ২০ ও আরিফুজ্জামান অপরাজিত ২২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। বল হাতে নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের ইব্রাহিম আজম তুষান ১০২ রান খরচায় ৩টি, সায়েম হোসেন ৫৭ রানে ২ টি ও আল কাফি ৬২ রানে নেন একটি উইকেট। নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের ব্যাটিং ইনিংসে ইব্রাহিম আজম তুষান ১১ ও অতিরিক্ত হতে সংগ্রহ করে ২১ রান। দলের বাকি ব্যাটাররা দু’অঙ্কের ঘরে রান করতে পারেননি। যশোর শিক্ষা বোর্ড স্কুলের আরিফুজ্জামান ১০ রানে ৪ টি, সালমান ফার্সী ২০ ও সানোয়ার হোসেন রনি নিয়েছেন ২১ রানে ৩ টি করে উইকেট। এর আগে খেলা শুরুর আগে টুর্নামেন্টর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল আলম। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান ও প্রাইম ব্যাংক যশোরের ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এডভোকেট নজরুল ইসলাম, মঈনুদ্দিন রোম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। আজকের খেলা: কালেক্টরেট স্কুল বনাম আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি।