কালীগঞ্জ প্রতিনিধি
তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে। চলতি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪০ কার্য দিবসে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন, বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহীদুল করীম।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ হয়ে গেছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষীরা আখের মণ প্রতি মূল্য পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরো ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে দিন দিন আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে
শিরোনাম:
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে
- ‘সকলের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়’
- ‘যশোর জেলায় ৮০ হাজার টিসিবি কার্ড বাতিল হয়েছে’
- বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার
- যশোর শিক্ষাবোর্ড : শীর্ষে যশোর জেলা তলানীতে মেহেরপুর
- যশোর বোর্ড : শতভাগ পাস ৭৫ স্কুল, শতভাগ ফেল দুটিতে
- অতীতের মত জনগণের সুখ-দুঃখের সাথী হতে হবে : নার্গিস বেগম
- ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয় : অমিত