বাংলার ভোর প্রতিবেদক
জনপ্রতিনিধির কার্যালয় ও বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা মিলনায়তনে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে ভুল তথ্য দেয়া হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে পৌরসভায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে পুলিশ তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার কার্যালয়ে কোনো পুলিশ যায়নি। এছাড়া তাকে কোনো প্রকার হয়রানিও করা হয়নি।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকলেও লিখিত বক্তব্যে কী লেখা ছিল সেটা তিনি অবগত ছিলেন না। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদেরও অবগত করেন।
তিনি দাবি করেন, তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ও এলাকায় সুনাম ক্ষুন্ন করতে এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে। আমি জনদুর্ভোগমূলক কোনো কর্মসূচিকেও সমর্থন করি না।
শিরোনাম:
- মহান স্বাধীনতা দিবস আজ
- আগামী নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে : নার্গিস বেগম
- অপরাধীদের কোন ছাড় নেই : নবাগত পুলিশ সুপার
- জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা বীর : যশোরের জিওসি
- ২৫ মার্চ কালরাত স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বালন
- বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নিবো না : ডিসি
- যশোরে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ
- যশোরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ