বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলার কোতয়ালী থানাধীন জে এল নং ১২ দোগাছিয়া মৌজায় অবস্থিত লিয়াকত হোসেনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০০ বছরের বেশিকাল যাবৎ স্বত্ব দখলীয় সাবেক ৩২৬৭ নং দাগের ১৪০ শতক জমি ভূমিদস্যূগণ জাল দলিল বুনিয়াদে দখলের চেষ্টা করা হয়েছে।
গত ২৮ জুন বিকেলে ১০/১১ জন মাস্তান শ্রেণির লোকজন হাতে দা, লাঠি, সাবল, কোদাল, লোহার রড, বাঁশের লাঠিসহ ট্রাক্টর নিয়ে নালিশী জমিচাষ ও জবর দখল করার চেষ্টা করে। এ সময় লিয়াকত হোসেন স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ভূমিদস্যূদেরকে প্রতিহত করেন। পরে গত ৩০ জুন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফৌযদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা করলে আদালত নালিশী জমিতে ১৪৪ ধারা জারি করেন। ভূমিদস্যূরা হলেন, ওই এলাকায় বসবাসকারী ইসলামপুর গ্রামের আবেদ আলী, আব্দুল কাদের, রহিমা বেগম এবং আয়নাল হক।
এদিকে, শনিবার সকাল ১০ টার দিকে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ওই ভূমিদস্যু গং লিয়াকত হোসেনের নালিশী ১.৪০ একর জমি জবর দখলের উদ্দেশ্যে জমির ২৭ শতক জমিতে অবস্থিত পুকুরটি ভরাট করে ফেলে। বাকি ১১৩ শতক অংশে রোপণকৃত ৫০০টি কলাগাছসহ জমির উত্তর পাশের রাস্তার সরকারি গাছপালা কেটে নিয়ে যায় এবং জমির সীমানা ও পরিচয় (সাইনবোর্ড) নষ্ট করে দেয়।