ঝিকরগাছা সংবাদদাতা
২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা ও ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পরিচালক হুসাইন শওকত।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মইনুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নির্বাসখোলা, নাভারণ, পানিসারা ও হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সচিবগণ, উদ্যোক্তাগণ, গ্রাম পুলিশগণ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), এফডব্লিউভি, এফডব্লিউএ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) ও স্বাস্থ্য সহকারী (এইচএ), বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. হুসাইন শওকত অনুষ্ঠান শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।