বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের কেশবপুরে যুবকের বিশেষ অঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। উপজেলার ভাল্লুকঘর গ্রামে বুধবার (৩ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। প্রতিবেশির স্ত্রীর সাথে পরকীয়া এবং তার জেরে সংসার ভেঙে যাওয়ার ক্ষোভ থেকে রোকুন-উজ্জামানকে এই শাস্তি দিয়েছেন প্রতিবেশি মুস্তাফিজসহ বেশ কয়েকজন যুবক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই মোছাদ্দেক বলেন-বুধবার রাতে ট্রিপল নাইনে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে জানতে পারেন একটি ঘরে ওই যুবককে আটকে রাখা হয়েছে। কারণ হিসেবে জানা যায়-প্রতিবেশির স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন রোকুন-উজ্জামান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে তালাক দেন স্বামী। সাজানো সংসার ভেঙে তছনছ করে দেয়ায় চরমভাবে ক্ষুব্ধ ছিলেন মুস্তাফিজ। সেই ক্ষোভ থেকে রোকুন-উজ্জামানের পুরুষাঙ্গ কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর ও পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রাও একই তথ্য দিয়েছেন। তাদের ভাষ্যমতে, পরকীয়ার জেরে সেই নারীর তালাক হয়ে গেছে। কিন্তু রোকুন-উজ্জামানের উপর ক্ষোভ ছিল ক্ষতিগ্রস্ত পরিবারটির।
বুধবার রাত দেড়টার দিকে রোকুন-উজ্জামানকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে পুরুষাঙ্গ কর্তন করেন প্রতিবেশি মুস্তাফিজসহ বেশ কয়েকজন যুবক। একপর্যায়ে রোকুন-উজ্জামানকে একটি ঘরে আটকে রেখে মুস্তাফিজ কেশবপুরে হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন স্ত্রীকে তালাক দেয়ায় রোকুন-উজ্জামান ক্ষুব্ধ হয়ে আমাকে পিটিয়েছে। তবে পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে মুস্তাফিজ স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ থেকে স্ত্রীর পরকীয়া প্রেমিক প্রতিবেশি রোকুন-উজ্জামানকে শাস্তি দিয়েছিন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত যুবক পরকীয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
শিরোনাম:
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যশোরের রাজনীতিকদের অঙ্গীকার, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
- তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ
- নাশকতা রোধে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনৈতিক দল
- অভয়নগরে চোরকে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
- ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
- রাস্তা সংস্কারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
- মণিরামপুরে বায়োলিডের মাঠ দিবস পালিত
- পাইকগাছায় বিএনপি প্রার্থী বাপ্পীর পক্ষে গনসংযোগ
