পাটকেলঘাটা সংবাদদাতা
সরকার পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। রোবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটার হারুন অর রশিদ কলেজ থেকে মিছিল বের হয়ে কুমিরা বাজার প্রদক্ষিণ কলেজের সামনে এসে পুনরায় থামে। প্রায় ঘন্টাব্যাপি চলা মিছিলে শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
এ সময় সাধারন শিক্ষার্থীরা চলামান আন্দলনে নিহতদের বিচার, গণহত্যা বন্ধসহ সরকার পদত্যাগের দাবি করেন। এ দাবি পূরণ না হওয়া পর্যান্ত আন্দলন চলতে থাকবে বলে হুশিয়ারি দেন তারা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে রয়েছে। এছাড়া সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে সবসময় ।