বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় চরম জনবল সংকটে ব্যাহত হচ্ছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। অফিসগুলোর বেশিরভাগ পদ শূন্য। ভোগান্তি চরমে এ উপজেলার সেবা গ্রহীতাদের। দীর্ঘ একমাস নামজারি ও খাজনার সার্ভার বন্ধ থাকার কারণে অনেকেই জমির নামজারি ও খাজনা দাখিলা কাটতে পারেননি।
সার্ভার চালু হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে জনবল সংকট। বর্তমান এসি ল্যান্ড আছেন প্র্রশিক্ষণে। অতিরিক্ত দ্বায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। দীর্ঘদিন থেকে নেই উপজেলা ভূমি অফিসের কানুনগো।
অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সার্ভেয়র গত ২৮ নভেম্বর বদলি হওয়ার পর থেকে কানুনগো, সার্ভেয়ার প্রতিবেদনের জন্য কয়েকশ’ নামজারি কেস অপেক্ষমান রয়েছে। মহিরন গ্রামের ইমরান, কমলাপুরের দিপংকর, রায়পুরের আবু সুফিয়ান, দরাজহাটের নিরঞ্জন বলেন আমরা সকলেই দুই মাসের অধিক সময় ধরে নামজারির জন্য অফিসে ঘুরছি। যেখানে সরকারিভাবে মাত্র ২৮ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করার কথা, সেখানে মাসের পর মাস কেটে গেলেও অফিস থেকে বলছে সার্ভেয়ার প্রতিবেদনের অপেক্ষায় আপনাদের কেসগুলো রয়েছে। বাঘারপাড়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার বদলি হলেও এখন পর্যন্ত নতুন কোন সার্ভেয়ার বাঘারপাড়া ভূমি অফিসে যোগদান করেননি। অনেকই আবার অভিযোগ করেন, বর্তমান এসিল্যান্ড সরকারি প্রশিক্ষণে থাকার কারণে নতুন নামজারির কোন কেস নাম্বারও পড়ছেনা। অফিস থেকে বলা হচ্ছে, স্যার আসার পরে সকল কেস মঞ্জুর করা হবে। এভাবেই চলছে বাঘারপাড়া উপজেলার ভূমি অফিস।
এ সকল বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার (রাজস্ব) বলেন, আমাদের যশোর জেলায় বর্তমানে সার্ভেয়ার সমস্যা চলছে। চাহিদা অনুযায়ী জেলায় সার্ভেয়ার নেই। আতি দ্রুত একজন অতিরিক্ত দয়িত্বে সার্ভেয়ারের ব্যবস্থা করা হবে। জনবল ঘাটতি নিয়ে যে সমস্যা রয়েছে আশা করছি দ্রুত সেটা সমাধান হয়ে যাবে।