বেনাপোল সংবাদদাতা
দুই দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর। ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সোমবার ও মঙ্গলবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপÍানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পরাপার অব্যাহত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ^কর্মা পূজা উপলক্ষে দুদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে স্ব স্ব দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম জানান, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের মধ্যেকার পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে।
শিরোনাম:
- যশোর-বেনাপোল মহাসড়কে মরা গাছের ডাল পড়ে যান চলাচল বন্ধ
- যশোরে সাড়ম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
- জুলাই শহীদদের স্মরণে যশোরে জামায়াতের দোয়া মাহফিল
- বর্ণাঢ্য আয়োজনে যশোরে রোটারি বর্ষ উদযাপন
- সাদী হত্যা মামলা ট্যাটু সুমন ও মেহেদীর রিমান্ড মঞ্জুর
- শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- মাগুরায় চোরাই মোটরসাইকেল ও ইজিইকিসহ চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার
- সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা