শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরের বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ উপজেলাবাসী। প্রতিদিন রাতে ২০/২৫ বার বিদ্যুৎ আসে আর যায়। একবার গেলে ১ ঘন্টা পর আসলেও থাকে ৫ মিনিট আবার চলে যায় এযে এক মহা তামাশা।
এলাকাবাসীর ভাষ্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। সেই সাথে ফ্রিজে রক্ষিত কাবারে ধরছে পচন। বিদ্যুতের অভাবেমিল কল কারখানা বন্ধ থাকায় উৎপাদনও বন্ধ। বরফ উৎপাদন না হওয়ায় সাদা সোনা চিংড়িতে পচন ধরে কোটি কোটি টাকা লোকসানে পড়েছে চিংড়ি ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাওয়ায় বিদ্যুতের কোনো প্রকার ঘাটতি নেই।
পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগরের পরিচালক কচি বলছেন শ্যামনগর এলাকার চাহিদা রয়েছে ১৮ মেগাওয়াট কিন্ত আমরা পাচ্ছি ৬ থেকে ৯ মেগাওয়াট। যে কারণে লোডশেডিং লেগেই আছে। শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এলাকার বাসিন্দা মোহম্মদ আলী বলেন, দিনে ২০/২৫ বার এবং রাতে বার বার যায় আসে বিদ্যুৎ। ৫মিনিট থাকে ত ২০ মিনিট বন্ধ থাকে। রমজাননগর গ্রামের আনোয়ারুল সরদার বলেন, একসময় ২ টাকা ইউনিট ছিল এখনতো কয়েকগুণ বৃদ্ধি হয়েছে তারপরও এত ঘাটতি কেন। সরকারের মন্ত্রী এমপি এবং বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন ঘাটতি না তবে সেগুলো যাচ্ছে কোথায় আমরা পাচ্ছি না কেন। কালিগঞ্জ সদর উপজেলার রতনপুর গ্রামের গ্রাহক রেজাউল বলেন, আগে দিন-রাত মিলিয়ে ২/১ ঘন্টা বিদ্যুৎ থাকত না। এখন সারাদিন রাত যায় আর আসে। মোবাইলটাও পরের জেনারেটরে চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে ফোন দিলেও সব সময় ব্যস্ততা দেখা যায়। শ্যামনগর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহানুর রহমান বলেন, ‘আমি পৌর এলাকার বাসিন্দা হয়েও মোবাইল ফোন পর্যন্ত চার্জ দিতে পারি না। বাদঘাটা এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার সারা রাত বিদ্যুতের লোড সেডিং ছিল সকালে একটু ১০মিনিটের জন্য এসছিল তাতে কোন রকম ফোনটা একটু চার্জ দিয়েছি। বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সঞ্জয় কুমার বলেন, শ্যামনগরে কোনো লোডশেডিং নেই। তবে লাইনে কাজ করার ক্ষেত্রে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করতে হচ্ছে। এতে গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।
##
শিরোনাম:
- সংস্কার ও উন্নয়ন পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
- এক শরীরে দুই মাথা নিয়ে জন্ম নেয়া শিশুর মৃত্যু
- যশোরে ককটেল-দেশীয় অস্ত্রসহ আটক ৪
- বাংলার মিলনমেলা-২০২৫ এর লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
- যবিপ্রবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন শীর্ষক সেমিনার
- যশোরের সন্তান তামিমের হাত ধরেই এমন গৌরব অর্জন হবে ভাবেননি বাবা-মা
- যশোরে চাহিদার ১৩ লাখ বইয়ের পৌঁছায়নি এক কপিও
- যশোরে জয়িতা পুরস্কার পেলেন ৭ সংগ্রামী নারী