বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে মানবেন্দ্র মন্ডল (৪০) নামে এক যুবক আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্বে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুলটিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে।
এদিকে মানবেন্দ্র মন্ডলকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালানোর সময় অভয়নগরের ডহরমশিয়াহাটি নামক স্থানে জনতার হাতে ৩ হামলাকারী আটক হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয়।
তারা হচ্ছেন, অভয়নগরের সমশপুর গ্রামের শিশির মন্ডল, বুইকারা গ্রামের আব্দুল হান্নান ও মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের তন্ময় সরকার।
শনিবার রাতে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আসামিদের নামে মণিরামপুর থানায় মামলা করেছেন আহত মানবেন্দ্র মন্ডলের বাবা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মণিরামপুরের সুজাতপুর গ্রামের মানবেন্দ্র মন্ডল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আওতায় গণশিক্ষা কার্যক্রমের পরিদর্শক হিসেবে শার্শা উপজেলায় কর্মরত। এছাড়া মানবেন্দ্র মন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথেও জড়িত। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ঘটনার প্রত্যক্ষদর্শী নিপুন বিশ্বাস বলেন, কুলটিয়া মোড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে সেখানে বসে মানব ও আমি গল্প করছিলাম। হঠাৎ সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক দোকানে আসে। বাইক থেকে নেমেই তারা মানবের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা মানবের বা ঊঁরুতে গুলি করে পালিয়ে যায়। এরপর আমরা মানব মন্ডলকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি।
নিপুন বিশ্বাস আরো বলেন, আমি কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। মানব ইউনিয়ন কমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানব স্বতন্ত্র প্রার্থীর ইগল প্রতীকের পক্ষে নির্বাচন করেছিলেন। এই নিয়ে ভোটের আগে পরে অনেকের সাথে মানব মন্ডলের বাকবিতণ্ডা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মূলত এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে কুলটিয়া এলাকায় ঘের দখল নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। নির্বাচনে ঈগল পাশ করায় একটি গ্রুপ কোণঠাসা হয়ে পড়ে। আর ইগলের সক্রিয় কর্মী হিসেবে স্থানীয়ভাবে মানবেন্দ্র মন্ডলের আধিপত্য বাড়তে শুরু করে।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের দুর্জয় ও শিশিরের নেতৃত্বে ভাড়াটে খুনিরা মানবেন্দ্রকে গুলি করে হত্যা চেষ্টা করে।
মামলার তদন্ত কর্মকর্তা নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান বলেন, গ্রেফতার তিনজনকে শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়েছে। ঘটনায় দায় স্বীকার করে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শিরোনাম:
- মহান স্বাধীনতা দিবস আজ
- আগামী নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে : নার্গিস বেগম
- অপরাধীদের কোন ছাড় নেই : নবাগত পুলিশ সুপার
- জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা বীর : যশোরের জিওসি
- ২৫ মার্চ কালরাত স্মরণে যশোরে মোমবাতি প্রজ্জ্বালন
- বাংলাদেশে কারো প্রভুত্ব মেনে নিবো না : ডিসি
- যশোরে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ
- যশোরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ