মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার প্রধান বাজারে এক রাতে ১৪টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানের মধ্যে অশোক স্টোর, সুকুমার স্টোর, মরিয়ম ইলেকট্রিক, জনি স্টোর, রিপন স্টোর, সীমান্ত ফ্যাশন উল্লেখযোগ্য।
বাজারের ১৪টি দোকানের ক্যাশ বাক্স ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানান দোকান মালিকরা। থানা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এ দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাজারের পাহারাদার থাকার পরও ১ নম্বর গলির কবির মার্কেটে রয়েছে নিজস্ব নৈশপ্রহরী; কিন্তু সেখানেও চারটি দোকানে চুরি হয়েছে।
মধুখালী থানায় ওসি মিরাজ হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তিনি পাননি।
তবে থানার পুলিশ এরই মধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান।
শিরোনাম:
- ১৫ বছর ধরে দেশে চলেছে স্বৈরশাসন
- পৌর নাগরিক কমিটি যশোরের সভা অনুষ্ঠিত
- বাসে অগ্নিসংযোগ, ককটেল উদ্ধারসহ নানা ঘটনায় যশোরে আ.লীগের লকডাউনের প্রথম দিন পার
- শনিবার যশোর আসছেন সাংবাদিক মাহমুদুর রহমান
- যশোরে আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আটক তিন নেতা কারাগারে
- সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- ডুমুরিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন
- আন্দোলন গড়ালো ১১তম দিনে : ডা. শহিদুল আলমের মানোনয়নদাবিতে অবস্থান কর্মসূচি পালন
