মাগুরা সংবাদদাতা
চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও প্রত্যেক ইউনিয়নে সরকারিভাবে ক্রয়কেন্দ্র খোলার দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বুধবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য মশিউর রহমান ও কাজী জান্নাতুন নূর।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ফুলকপি ১ টাকা কেজি দরে কৃষক বিক্রি করতে বাধ্য হয়েছেন। অথচ সেই ফুলকপিই ঢাকা শহরের মানুষ ২৫ থেকে ৩০ টাকা দরে কিনেছেন। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। কৃষক ফসলের ন্যায্য মূল্য পাননা, অন্যদিকে ভোক্তারা বেশি দামে পণ্য কেনেন। মাঝখানে মধ্যস্বত্বভোগীরা দুই দিক থেকেই লাভ করে।