তালা সংবাদদাতা
ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে সাতক্ষীরা তালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণকালে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
শনিবার বিকেলে সারাদেশে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ কর্মসূচি অনুযায়ী তালা উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের ছোট একটি অংশের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন পর্যন্ত সাধারণ নেতাকর্মীদের মাঠে রাখা, দলকে সুসংগঠিত করা। ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে আজকের এই যৌথ কর্মীসভা সভা ও লিফলেট বিতরণ। এসময় তালা উপজেলার বিভিন্ন স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন তিনি। পরবর্তীতে আব্দুল মজিদ ও জিয়াউর রহমান জিয়া নামক দুই যুবদলের নেতাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
কর্মীসভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের তালা উপজেলা সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুবদলের তালা উপজেলা আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেল, সাবেক ছাত্রদলের নেতা খাঁন নাজমুল হুসাইন ও ফারুক হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।