মার্কেন্টাইল ব্যাংক পিএলসি যশোর শাখার সহযোগিতায় এবং জয়তী সোসাইটি যশোরের আয়োজনে সোমবার বিকেলে সোসাইটি মিলনায়তনে ৪০ জন দুঃস্থ ষাটোর্ধ্ব মাকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি যশোর শাখার এ.ভি.পি ও শাখা ব্যবস্থাপক ওবায়দুল্লাহ আল-মতিন। বিশেষ অতিথি ছিলেন এফ.এ.ভি.পি ও উপশাখা ব্যবস্থাপক পংকজ কান্তি বিশ্বাস। অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি যশোর শাখার ই.ও শহিদুল ইসলাম, এ.ও জহুর হোসেন এবং নাহিদ শাদ রুমন।
জয়তী সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অর্চনা বিশ্বাস, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।-প্রেস বিজ্ঞপ্তি