যবিপ্রবি সংবাদদাতা
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বুধবার সকালে এফএমবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, বাংলাদেশের সকলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের জনগণের প্রোটিনের চাহিদা পূরণে আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ বিষয়ে তোমাদের বিস্তর গবেষণা অতীব জরুরি। তোমাদের উদ্ভাবনী জ্ঞান কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়িয়ে দেশে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই বিষয়গুলোতে তোমাদের লক্ষ্য রাখতে হবে। যবিপ্রবির আধুনিক মৎস্য হ্যাচারি অ্যাণ্ড ওয়েট ল্যাবকে আরও আধুনিক করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা প্রথম বর্ষ থেকেই শুরু করতে হয়। ধৈর্য্য ধরে পরিশ্রম করে যেতে হবে, সফলতা আসবেই। তোমাদের সবাইকে মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফএমবি বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান, সহকারী অধ্যাপক শারমিন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রক্টর ড. আমজাদ হোসেন, অধ্যাপক ড. আনিছুর রহমানসহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী সাদরিতা সরকার শশী, শরিফুল হোসেন, আক্তারুজ্জামান ও অর্পিতা। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।