যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে মাইক্রোবায়োলজি বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের আসিফ ইকবাল সৈকতকে সভাপতি এবং ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিপা খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ছাত্র পরামর্শ, শিক্ষক ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবু রায়হান, সৌমিত্র দাস, বিক্রমজিৎ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল খন্দকার সাব্বির, সাইফুল ইসলাম আবিদ, রাফসন জনি রাফাদ, মীর সাকিব হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক মো সজীব হোসেইন, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন নাবিল, মাহীদুল হক মাহীদ, প্রচার-সম্পাদক, মোঃ মাসুদ রানা, সানজিদা জাহিন শিফা, জান্নাতুন নাঈম, সামীউল আজীম, এস এম এইচ ইরফান, জাফরিন সাদিয়া, আরাফাত হোসেইন, কোষাধ্যক্ষ রেহননুমা অরচি।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল-ইমরান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক শামিনুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক তনয় চক্রবর্তী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) প্রভাষক এস কে সালাউদ্দিন কবির।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর দাবা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে যবিপ্রবি চেস ক্লাব।