শার্শা, বাগআঁচড়া ও বেনাপোল সংবাদদাতা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সারসা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
সম্মেলন উদ্বোধন করেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বিএনপির জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।
শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান,
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে।দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল-জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
সম্মেলন শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়।
শিরোনাম:
- ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা কমিটির শপথ
- মনোমুগ্ধকর পরিবেশে সুরধুনী সংগীত নিকেতনের বসন্তবরণ
- সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
- নির্বাচনের বার্তা দেবেন মির্জা ফখরুল
- শার্শার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ;বোমাবাজি
- শিগগিরই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ!
- সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
- মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৪