বাংলার ভোর প্রতিবেদক
লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর যশোরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্য়ালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠসিক সম্পাদক ইমরান প্রমুখ। পরে দলের দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এছাড়া সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শিরোনাম:
- বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না
- যশোরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ
- সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা
- দুর্নীতির মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম ও তার স্ত্রী কারাগারে
- যশোরে ‘ভাইপো রাকিব’ হত্যাচেষ্টা : আটজনের নামে মামলা
- সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত দুই এসপির বিদায় সংবর্ধনা
- যশোর কারাগারে শহিদুল ইসলাম মিলন
- যশোরে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উৎসবের সমাপনী