বাংলার ভোর প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন, যুগ্মসচিব আসাদুজ্জামান ও উপসচিব আজিজুল ইসলামের সাথে যশোরের তথ্য অফিসের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর সার্কিট হাউজ সভা কক্ষে মতবিনিময় সভা হয়। এ সময় খুলনা বিভাগীয় উপ প্রধান তথ্য অফিসার এএসএম কবীর, যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, নড়াইল তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মনিরুল বাশারসহ তথ্য অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপস্থিত গন যশোর বিমানবন্দর পৌঁছালে ভিআইপি লাউঞ্জে জেলা তথ্য অফিসে পক্ষ থেকে নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান।