বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেও খুনি শেখ হাসিনার শেষ রক্ষা হবে না। তার বিচার এই বাংলার মাটিতেই হবে। খুনি হাসিনার এক যুুগের অধিক সময়ের শাসন আমলে তার নিদের্শে হাজার হাজার নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছেন। প্রতিটি হত্যার বিচার এই দেশের মাটিতে হবেই ইনশাআল্লাহ।
গত বছর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, রাতের আঁধারে শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা ছাত্রদের পৈশাচিক হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র, যুবক ও শিশু হত্যার নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানব বাহিনীর বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সহসভাপতি আমিনুর রহমান মধু, সাইদুর রহমান বিপুল, মিন্টু মন্ডল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব সড়কের জাগরণী চক্রের সামনে গিয়ে শেষ হয়।
শিরোনাম:
- অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সকলস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে : সিনিয়র সচিব নাসিমুল গনি
- রাজপথে নামাতে বাধ্য করবেন না : আখতার হোসেন
- ভারত ও লন্ডনে বসে আ. লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ
- বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না: নাহিদ
- ‘লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না’
- খুলনায় বাড়ির সামনে গুলি করে ও রগ কেটে যুবদল নেতা হত্যা
- ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
- এনসিপির জুলাই পদযাত্রা যশোরে