বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুটি আধুনিক টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও মণিহার মোড়ে বাতিস্তম্ভ দুটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসক দড়াটানা মোড়ে সুইচ টিপতেই পুরো এলাকা আলোকিত হওয়ার সাথে সাথে উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে অভিনন্দন জানায়।

উদ্বোধনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, বিএম কামাল আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা প্রমুখ।

পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, যশোর শহরকে আধুনিকায়ন ও আলোকিত করার জন্য কাজ শুরু করেছি। প্রথমে ধাপে দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে চৌরাস্তা, জেলখানা মোড়, নিউমার্কেট, মুড়লি, চাঁচড়াসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট বসানোর পরিকল্পনা রয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ১৫ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে দড়াটানা এবং খুলনা বাস স্ট্যান্ডে টাওয়ার লাইট দুটি স্থাপন করা হয়েছে। দড়াটানা মোড়ে অবস্থিত টাওয়ারের উচ্চতা ৫০ ফুট। এতে ৩০০ ওয়াটের ৫টি এলইডি লাইট বসানো হয়েছে। পরবর্তীতে আরও একটি লাইট বসানো হবে। মণিহার মোড়ে অবস্থিত টাওয়ারটির উচ্চতা ৬০ ফুট। সেটিতে ৩০০ ওয়াটের ৬টি লাইট বসানো হয়েছে।
##

Share.
Exit mobile version