বিবি প্রতিবেদক
যশোরে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পরদিন গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে যশোর আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। রাব্বি যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে চাঁদা দাবিতে পিটিয়ে ও কুপিয়ে শিক্ষক আব্দুল মালেককে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা।
মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার বাসিন্দা উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজন। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়। প্রথমে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে ২০ দিন চিকিৎসাধীন থাকার পরে গত ১৭ জানুয়ারি দুপুরে তিনি মারা যান। তিনি আহত থাকা অবস্থায় তার ছেলে আমান উল্লাহ কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেন। এর আগে ২ জানুয়ারি হেলাল নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হলো। কিন্তু মূল আসামি মামুন এখনোও ধরাছোঁয়ার বাইরে আছে।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত