বাংলার ভোর প্রতিবেদক

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় কামাল হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। কামাল সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার আলম হোসেনের ছেলে। এই মামলার অপর দুই আসামি হলেন, কামালের বড় ভাই বিলায়েত হোসেন (৪০) এবং মা মিনারা খাতুন (৫৫)।

একই গ্রামের চান মিয়ার মেয়ে ঝলক এজাহারে উল্লেখ করেছেন, গত বছরের ২ অক্টোবর আসামি কামালের সাথে তার বিয়ে হয়। বিয়ের ২/৩ মাস পর থেকে কামাল নানা ভাবে তাকে অত্যাচার করতে থাকে। তার পিতার বাড়ি থেকে কামালকে নগদ এক লাখ টাকা ও আসবাবপত্র কিনে দেয়। কিন্তু সে বিদেশে যাওয়ার কথা বলে ৪ লাখ টাকা পিতার বাড়ি থেকে এনে দেয়ার কথা বলে। কিন্ত তার পিতা দরিদ্র বলে টাকা দিতে না পারায় তাকে মারপিটসহ নানা ভাবে অত্যাচার করতে থাকে।

গত ৪ জুন দুপুর আড়াইটার দিকে ফের বিদেশে যাওয়ার জন্য খরচ বাবদ ৪ লাখ টাকা চায়। কিন্ত কোন টাকা দিতে পারবে না বলে জানালে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। অন্য আসামিরা ইন্ধন দেয়। এ সময় তা চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে তিনি তার পিতামাতাকে ফোনে জানালে তারা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবং থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলা রেকর্ড হওয়ার পর বুধবার দুপুর ২টার দিকে বকচর এলাকা থেকে আসামি কামালকে আটক করা হয়। পরে তাকে আদালতের মধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version