রাজগঞ্জ প্রতিনিধি
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। হলুদ ফুলের সুবাসে মৌমাছির আগমন হয়েছে চোখে পড়ার মত । সকালের শিশিওে ভেজা আঁকাবাঁকা মেঠো পথের অপরূপ দৃশ্য মানুষের হৃদয় হরণ করার মত।
আর কদিন পরেই এসব ক্ষেতে হলুদ ফুল ঝরে গিয়ে সরিষার দানা আসতেত শুরু করভে। তখন সবুজে সবুজে ভরে উঠবে এসব ফসলের মাঠ। সবুজ মঞ্জুরিপত্রগুলো আস্তে আস্তে কালচে বর্ণ ধারণ করে ভওে গাছগুলো সরিষায়। একপর্যায়ে গাছগুলো শুকিয়ে গেলে ফসল তোলা শুরু হবে।
গত বছর সরিষা চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষেদিকে ঝুঁকে পড়েছেন। এবার অনেক কৃষক মণিরামপুর উপজেলায় নেংগুড়াহাট এলাকায় চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের। চলতি বছর সরিষার বাম্পার ফলন বেশি উৎপাদন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর চাষিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সরিষা চাষে এখন চাষিরা সরিষা চাষ এবং পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ফসলটি স্বল্পমেয়াদি ও কম খরচে হওয়ার কারণে চাষিদের মধ্যে আগ্রহ বেশি। মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় হাকিমপুর গ্রামের মকবুল হোসেন। জসিরউদ্দিন, শাহাপুর গ্রামের জয়নাল, মমিন উদ্দিন,হরিশপুর গ্রামের,আবদুল মতিন, রাকিব, আ. হান্নান, রামপুর গ্রামের নূর ইসলাম, রসুলপুর গ্রামের আয়ুব হোসেন,মোসলেম, লক্ষণপুর গ্রামের সেলিম, বাশার, বাহার জমিতে সরিষা চাষ করেছেন। তারাসহ বেশ কয়েক জন কৃষক বলেন, আমন ও বোরো ফসলের মাঝামাঝি সময়ে সরিষা চাষ হয়। সরিষা চাষে সেচ ও রাসায়নিক সার অল্প প্রয়োজন হওয়ায় খরচও কম হয়। এতে লাভও ভালো হয়। এছাড়াও অনেক কৃষক মৌসুমের শুরুতেই সবজি হিসেবে সরিষা শাক বিক্রি করে নগদ টাকাও আয় করেন। তারা আরও বলেন,সরিষার ফলন ভালো হলে,প্রতি জমিতে অন্তত সরিষা উৎপাদন হবে। স্বল্পমেয়াদি ও লাভজনক হওয়ায় সরিষা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে।
মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় চালুয়াহাটি ইউনিয়ন কৃষি উপসহকারী। কর্মকর্তা মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন,চলতি বছর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের প্রায়। ৮০০শত ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৮০০, শত ৫০হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আমন ও বোরো চাষের মধ্যবর্তী সময়ে এসব জমিতে সরিষার চাষ করা হয়েছে। কৃষকরাও ভালো ফসল উৎপাদন করে লাভবান হবেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা