বাংলার ভোর প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিতকারী যুবক আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন। সোমবার বেলা ১১টায় হাসপাতালের সভাকক্ষে রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের উপস্থিতিতে লাঞ্ছিতকারী যুবক প্রকাশ্যে চিকিৎসকের কাছে ক্ষমা চান। এর ফলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার তুহিন।
গত ২৪ জানুয়ারি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে তার ছেলে ইমরান হোসেনসহ অন্য স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভর ওপর চড়াও হন। এসময় তাকে কিল-ঘুষি মেরে আহত করেন তারা। ওই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের আটকের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন।