পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে ১৪টি বিষয়ের উপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রভাষক আব্দুল গফফার ব্যাপারী ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।