বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চর্চাকে উৎসাহিত করতে যশোর ও নড়াইলে আরও ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আজ (রোববার) বিকেলে মতবিনিময়কালে দুর্নীতি দমন কমিশন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন একথা জানান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যশোর ও নড়াইলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এই দুই জেলার ২৫০ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী চর্চাকে উৎসাহিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সম্পৃক্ত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক যশোরের সভাপতি সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সহসভাপতি মুক্তিযোদ্ধা সালেহা বেগম, দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. আশরাফুল আলম বিপ্লব ও জুলফিকার আলী ভুট্টো, দুপ্রক সদস্য ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, হাবিবুর রহমান মিলন, নজরুল ইসলাম বুলবুল, সুনীল কুমার দাস, মোতাহার হোসেন প্রমুখ। এছাড়াও দুদক’র কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।