অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বিধবা বৃদ্ধা ছবিরনকে (৭০) সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষযটি দেখে স্বল্প সময়ের মধ্যে ওই বৃদ্ধার কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য, ওষুধ ও ঘর নির্মাণ সামগ্রি।
উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বৃদ্ধা ছবিরনের স্বামী ও এক পুত্র বেশ কিছুদিন আগে মারা যান। সম্বলহীন হয়ে পলিথিন টাঙিয়ে তিনি বসবাস করা অবস্থায় দেখা দেয় খাদ্য ও ওষুধের অভাব।
এরই মধ্যে দুই দিন আগে তার জীর্ণ ঘরের ছবিসহ ফেসবুকে প্রকাশ পায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের দৃষ্টিগোচর হলে তিনি ছুটে যান তার বাড়িতে। তার বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। ঘরের নির্মাণ কাজ ঈদের আগেই শেষ হয়ে যাবে।
অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনও বৃদ্ধা ছবিরন বেগমকে মানবিক সহায়তা দেন।