বাংলার খেলা প্রতিবেদক
যশোরের সুপরিচিত দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে ও বিকেলে কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
যশোর শিক্ষা বোর্ডের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক কবিতা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী তানিশা রায় ও রাখেশ চন্দ্র গাইন অর্ঘ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম উপস্থিত হওয়ায় ভিন্ন এক আবহ সৃষ্টি হয় সবার মধ্যে। শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকদের তামিমের অটোগ্রাফ বা তার সাথে সেলফি তুলতে দেখা যায়।
আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে ৪৮টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষর্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদিকে বিকেলে কালেক্টরেট স্কুলের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে প্রায় এক হাজারের অধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব