সাতক্ষীরা সংবাদদাতা
আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তালা উপজেলা যুবদলের আয়োজনে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা বাজারের জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিমু কসমেটিক্স সংলগ্ন তিন রাস্তা মোড়ে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে বিশ্বাস ওয়াজেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ।
তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, মীর মিল্টন, সৈয়দ আজম, নুর ইসলাম বিশ্বাস নুরু, সাংবাদিক জাহাঙ্গীর আলম,লিটন সরদার, মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ। এ সময় তালা উপজেলা যুবদল, জাসাস সহ বিএনপির শত শত নেতা কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সারাদেশ এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জেল খাটিয়েছে। তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিভিন্ন মামলায় ৭০ বছরের সাজা দিয়েছিল, এটা আমরা ভুলে যাইনি। ৫ আগষ্ট এর পর স্বৈরাচারীর মাষ্টার মাইন্ড শেখ হাসিনা জনরসে পড়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন তিনি ভারত থেকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং তার দোসর রা দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল করছে। আজকের পর যদি আওয়ামী লীগ, যুবলীগ সহ ফ্যাসিবাদীর প্রেতাত্মারা কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে আগামীতে জনগণের সহযোগিতায় শক্ত হাতে দমন করবে বিএনপি।