প্রেস বিজ্ঞপ্তি
আগামী ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম’আ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোর জেলা হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল সফলের লক্ষ্যে সংগঠনের এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুধবার বাদ ফজর দড়াটানা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করীম যশোরী। সভায় আগামী ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম’আ যশোর দড়াটানা ভৈরব চত্ত্বরে ফিলিস্তিনে ইসরায়েলী বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা হয়।
সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মুফতি শামসুর রহমান, মাওলানা ইমাদুল ইসলাম, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রহীম সহ প্রমুখ নেতৃবৃন্দ।